Skip to main content

১৭ জুলাই থেকে সেরাকণ্ঠ সিজন-৬

চ্যানেল আই এর সঙ্গীত-বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’ এরই মধ্যে শেষ করেছে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগের প্রাথমিক বাছাই কার্যক্রম।
 
সারাদেশের প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিতরা ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মুভ টু গ্র্যান্ড অডিশন’-এ অংশ নেয়ার জন্য আসবেন। বিভাগীয় পর্যায়ের বিচারক হিসেবে আছেন সঙ্গীতশিল্পী মোঃ খুরশীদ আলম, আকরামুল ইসলাম এবং স্থানীয় খ্যাতিমান সঙ্গীতজ্ঞরা। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়ে ১৪ বছরের উপরে।
 
এবার ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার -এর প্রধান বিচারকের দায়িত্বে আছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ওপার বাংলার মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।
 
এবার রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন আরজে ও মডেল মারিয়া নূর। সেরাকণ্ঠের বিচারক হিসেবে নির্বাচিত করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে মিতালী মুখার্জী বলেন, ‘নাড়ির টানে প্রাণের ঢাকায় এসেছি, এই আসতে পেরে আমি খুবই খুশি’।
 
সেরাকণ্ঠ পরিচালনা করছেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন। তিনি জানান, এবারের সেরাকণ্ঠের পুরোটাজুড়েই থাকছে বিশেষ চমক। দর্শকরা চমকটি দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়। প্রচার হবে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার রাত ৮টায়।
 
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

‘লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি’: শাকিব

                         ‘লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি’: শাকিব যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের শর্ত ভঙ্গ করার অভিযোগে এফডিসির ১৬টি সংগঠন থেকে শাকিব খান, প্রযোজক আব্দুল আজিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র অঙ্গনের নেতারা। গত ২৩ জুন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র পরিবারের নেতারা। এরপর পানি কম ঘোলা হয়নি। নায়ক শাকিবও গত ৪ জুলাই সংবাদ সম্মেলন ডেকে তার অবস্থান পরিস্কার করেন। সে সময় শাকিব বলেন, ১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কেনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না।   তবে এবার গলার স্বরটা একটু নামিয়ে বিষয়টি নিয়ে আবারো কথা বললেন। শিল্পী সমিতির সদস্য পদ বাতিল প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি এখনও লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি। এখন তো সবাই আমাদের চলচ্চিত্রের জন্য এগিয়ে আসছেন। আমি তো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই। দিন শেষে আমাদের সবাইকেই এ...

History of Facebook

                                 History of Facebook                                    History of Facebook Facebook is a social networking service launched on February 4, 2004. It was founded by Mark Zuckerberg with his college roommates and fellow Harvard University student Eduardo Saverin . [1] The website's membership was initially limited by the founders to Harvard students, but was expanded to other colleges in the Boston area, the Ivy League , [2] and gradually most universities in the United States and Canada, [3] [4] corporations, [5] and by September 2006, to everyone with a valid email address along with an age requirement of being 13 and old...