গুগলের জন্মের সময়কার মাত্র ৬ জন কর্মী এখনো কাজ করছেন। এর মধ্য দুজনই সহ
প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। প্রথম দিকের অনেক কর্মী নিজেরাই
হয়তো উদ্যোক্ত হয়ে উঠেছেন। অনেকে আবার বিনিয়োগকারী। এখানে চিনে নিন
বিশ্বের এই বিখ্যাত টেক জায়ান্টের প্রথম ২১ জন কর্মীকে। মারিসা মেয়ার ১৯৯৯
সালের জুনে গুগলে যোগ দেন। সেখানে ছিলেন ২০১২ সাল পর্যন্ত। বর্তমানে তিনি
ইয়াহু এর সিইও
‘লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি’: শাকিব যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের শর্ত ভঙ্গ করার অভিযোগে এফডিসির ১৬টি সংগঠন থেকে শাকিব খান, প্রযোজক আব্দুল আজিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র অঙ্গনের নেতারা। গত ২৩ জুন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র পরিবারের নেতারা। এরপর পানি কম ঘোলা হয়নি। নায়ক শাকিবও গত ৪ জুলাই সংবাদ সম্মেলন ডেকে তার অবস্থান পরিস্কার করেন। সে সময় শাকিব বলেন, ১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কেনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না। তবে এবার গলার স্বরটা একটু নামিয়ে বিষয়টি নিয়ে আবারো কথা বললেন। শিল্পী সমিতির সদস্য পদ বাতিল প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি এখনও লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি। এখন তো সবাই আমাদের চলচ্চিত্রের জন্য এগিয়ে আসছেন। আমি তো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই। দিন শেষে আমাদের সবাইকেই এ...

Comments
Post a Comment