Skip to main content

টেক জায়ান্ট গুগলের প্রথম ২১ কর্মী যারা !!!

গুগলের জন্মের সময়কার মাত্র ৬ জন কর্মী এখনো কাজ করছেন। এর মধ্য দুজনই সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। প্রথম দিকের অনেক কর্মী নিজেরাই হয়তো উদ্যোক্ত হয়ে উঠেছেন। অনেকে আবার বিনিয়োগকারী। এখানে চিনে নিন বিশ্বের এই বিখ্যাত টেক জায়ান্টের প্রথম ২১ জন কর্মীকে। মারিসা মেয়ার ১৯৯৯ সালের জুনে গুগলে যোগ দেন। সেখানে ছিলেন ২০১২ সাল পর্যন্ত। বর্তমানে তিনি ইয়াহু এর সিইও

Comments