Skip to main content

Posts

Showing posts from 2017

১৭ জুলাই থেকে সেরাকণ্ঠ সিজন-৬

চ্যানেল আই এর সঙ্গীত-বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’ এরই মধ্যে শেষ করেছে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগের প্রাথমিক বাছাই কার্যক্রম।   সারাদেশের প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিতরা ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মুভ টু গ্র্যান্ড অডিশন’-এ অংশ নেয়ার জন্য আসবেন। বিভাগীয় পর্যায়ের বিচারক হিসেবে আছেন সঙ্গীতশিল্পী মোঃ খুরশীদ আলম, আকরামুল ইসলাম এবং স্থানীয় খ্যাতিমান সঙ্গীতজ্ঞরা। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়ে ১৪ বছরের উপরে।   এবার ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার -এর প্রধান বিচারকের দায়িত্বে আছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ওপার বাংলার মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।   এবার রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন আরজে ও মডেল মারিয়া নূর। সেরাকণ্ঠের বিচারক হিসেবে নির্বাচিত করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে মিতালী মুখার্জী বলেন, ‘নাড়ির টানে প্রাণের ঢাকায় এসেছি, এই আসতে পেরে আমি খুবই খুশি’। ...

বিশ্বজিৎ হত্যা : হাইকোর্টের রায় ৬ আগস্ট

                                        বিশ্বজিৎ হত্যা : হাইকোর্টের রায় ৬ আগস্ট                         Collected:ITTEFAK NEWS PAPER   পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ৬ আগস্ট এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।   

History of Facebook

                                 History of Facebook                                    History of Facebook Facebook is a social networking service launched on February 4, 2004. It was founded by Mark Zuckerberg with his college roommates and fellow Harvard University student Eduardo Saverin . [1] The website's membership was initially limited by the founders to Harvard students, but was expanded to other colleges in the Boston area, the Ivy League , [2] and gradually most universities in the United States and Canada, [3] [4] corporations, [5] and by September 2006, to everyone with a valid email address along with an age requirement of being 13 and old...

The HOLLYWOOD Movie Reviews

War For The Planet Of The Apes Movie     Cast:   Andy Serkis, Woody Harrelson, Steve Zahn, Amiah Miller, Karin Konoval, Judy Greer, Terry Notary   Direction: Matt Reeves     Genre: Action Duration: 2 hours 20 minutes       War For The Planet Of The Apes Movie Review Neil Soans, TNN, Updated: Jul 15, 2017, 11.15 AM IST CRITIC'S RATING:   4.0/5 AVG READERS' RATING:   4.1/5 Review This Movie Watch Trailer Cast: Andy Serkis, Woody Harrelson, Steve Zahn, Amiah Miller, Karin Konoval, Judy Greer, Terry Notary Direction: Matt Reeves Genre: Action Duration: 2 hours 20 minutes Show Timings in Your City Story: An epic battle between apes and humans will decide the future of both species on the planet. Review: It’s almost 50 years since the original ‘Planet of the Apes’ starring Charlton Heston hit the screens back in 1968, and shocked audiences with its grim outlook of a world...

‘লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি’: শাকিব

                         ‘লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি’: শাকিব যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের শর্ত ভঙ্গ করার অভিযোগে এফডিসির ১৬টি সংগঠন থেকে শাকিব খান, প্রযোজক আব্দুল আজিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র অঙ্গনের নেতারা। গত ২৩ জুন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র পরিবারের নেতারা। এরপর পানি কম ঘোলা হয়নি। নায়ক শাকিবও গত ৪ জুলাই সংবাদ সম্মেলন ডেকে তার অবস্থান পরিস্কার করেন। সে সময় শাকিব বলেন, ১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কেনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না।   তবে এবার গলার স্বরটা একটু নামিয়ে বিষয়টি নিয়ে আবারো কথা বললেন। শিল্পী সমিতির সদস্য পদ বাতিল প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি এখনও লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি। এখন তো সবাই আমাদের চলচ্চিত্রের জন্য এগিয়ে আসছেন। আমি তো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই। দিন শেষে আমাদের সবাইকেই এ...

‘সৎ মেয়ে’ সারার প্রশংসায় মা কারিনা

সম্প্রতি মেয়ে সারা আলি খানের বলিউড ডেবিউ নিয়ে বেশ আপত্তি শোনা গিয়েছিল বাবা সাইফ আলি খানের কণ্ঠে। বাবা হিসেবে মেয়ের ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন তিনি। কিন্তু কারিনা পরিষ্কার প্রশংসা করলেন সারার। অভিনয় নিয়ে সারাকে যে তিনি পরামর্শও দেন তা তার কথাতেই বোঝা গেল।   অভিষেক কাপুরের ছবি ‘কেদারনাথ’ দিয়ে বলি ডেবিউ হবে সারার। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে সাইফ কন্যাকে।   বিষয়টি নিয়ে কারিনা ভারতীয় মিডিয়ায় বলেন, সারা ট্যালেন্টেড। এটা তো ওর জিনেই রয়েছে। ও দেখতেও গর্জিয়াস। আমি বিশ্বাস করি সৌন্দর্য ও ট্যালেন্ট দিয়ে ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে।   বলিউডে অনেকে জানেন, সারার অন্যতম পরামর্শক সৎ মা কারিনা। তিনি চেয়েছিলেন করণ জোহরের হাত ধরে সারার ডেবিউ হোক। করণ ইতিমধ্যে আলিয়া ভাট, বরুণের মতো তারকাদের নিয়ে এসেছেন। কিন্তু সারার মা অমৃতা সিংয়ের সঙ্গে করণের মুখ-বলাবলি না থাকায় সেটি হচ্ছে না। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

টেক জায়ান্ট গুগলের প্রথম ২১ কর্মী যারা !!!

গুগলের জন্মের সময়কার মাত্র ৬ জন কর্মী এখনো কাজ করছেন। এর মধ্য দুজনই সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। প্রথম দিকের অনেক কর্মী নিজেরাই হয়তো উদ্যোক্ত হয়ে উঠেছেন। অনেকে আবার বিনিয়োগকারী। এখানে চিনে নিন বিশ্বের এই বিখ্যাত টেক জায়ান্টের প্রথম ২১ জন কর্মীকে। মারিসা মেয়ার ১৯৯৯ সালের জুনে গুগলে যোগ দেন। সেখানে ছিলেন ২০১২ সাল পর্যন্ত। বর্তমানে তিনি ইয়াহু এর সিইও

Bangabandhu-1 satellite testing to be started from Sept: Tarana

The Bangabandhu-1 satellite will be ready to start for testing operation from September, Tarana Halim,  State Minister for Telecommunication, said today. “Around 88 percent work of the satellite has already been completed. We hope that the launching of the Satellite will begin commercially from April next year,” the junior minister said while visiting one of the two ground handling stations of the project in Gazipur. Tarana said the satellite will be prepared by November depending on weather and schedule of the USA launcher. Earlier, the government decided to launch the satellite on December this year from Florida, USA, she said. The ground handling stations will be ready by October and then the testing operation will go on fully, she added. Tarana today visited Gazipur to observe the progress of the project work while top officials and experts from French aerospace firm Thales Alenia Space were present at that time. Thales Alenia Space manufacturing the...

ক্যাটরিনার জীবনের স্মরণীয় মুহূর্ত কোনটি????

ক্যাটরিনার জীবনের স্মরণীয় মুহূর্ত কোনটি????                                                    সালমান খান ও ক্যাটরিনা কাইফ   বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন আছেন নিউইয়র্কে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (আইফা) অংশ নিতে সেখানে যান তিনি। গত বৃহস্পতিবার আইফা আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের জীবনের একটি স্মরণীয় মুহূর্তের কথা জানালেন ক্যাট। সে সময় তাঁর সঙ্গে সাবেক প্রেমিক সালমান খানও ছিলেন। ক্যাটরিনার প্রথম ছবি ‘বুম’ মুক্তি পায় ২০০৩ সালে। কিন্তু বলিউডে তাঁর প্রথম হিট ছবি ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ (২০০৫)। এই ছবিতে ক্যাটরিনার নায়ক ছিলেন সালমান খান। তখন থেকেই দুজনের প্রেম শুরু হয়েছিল। তবে সালমান শুধু ক্যাটের প্রেমিকই ছিলেন না; বলিউডে ক্যাটের অবস্থান পোক্ত করতেও ‘বজরঙ্গি ভাইজান’-এর রয়েছে বিশেষ অবদান। তাই ...

যে অভিযোগ কাঁদাল মুশফিককে !!!!

            !!!যে অভিযোগ কাঁদাল মুশফিককে!!! বরিশাল বুলসের মালিকের অভিযোগের জবাব দিলেন মুশফিকুর রহিম।   বয়সভিত্তিক ক্রিকেট হিসাব করলে ১৭ বছর, জাতীয় দলের হয়ে সেটি ১২ বছর—দীর্ঘ এই ক্যারিয়ারে ইতিবাচক-নেতিবাচক কত মন্তব্যই তো শুনেছেন মুশফিকুর রহিম। কিন্তু বিসিবির অন্যতম পরিচালক ও বিপিএলের দল বরিশাল বুলসের স্বত্বাধিকারী আবদুল আওয়াল তাঁকে নিয়ে যে মন্তব্য করেছেন, সে ধরনের মন্তব্য বা অভিযোগ আগে কখনো শুনেছেন কি না, মনে করতে পারেননি মুশফিক।   মুশফিক গত বিপিএল খেলেছেন বরিশাল বুলসের ‘আইকন’ হিসেবে। যদিও তিনি নাকি সে দলে খেলতে রাজি ছিলেন না। বিসিবির অনুরোধেই পরে রাজি হয়েছিলেন। টুর্নামেন্টের শুরুর দিকে ভালো খেললেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে তাঁর দল। পরে শেষ চারেও উঠতে পারেনি বরিশাল। দলের পারফরম্যান্স যাই হোক, মুশফিকের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ১২ ম্যাচে ৩৭.৮৮ গড়ে ৩৪১ রান করে দলের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই ছিলেন সবার ওপরে। তবে মুশফিকের অধিনায়কত্ব পছন্দ করেননি আবদুল আওয়াল। শুধু অধিনায়কত্বই নয়, কাল এক টিভি চ্...

শখ এখন ‘সিঙ্গেল’

                        শখ এখন ‘সিঙ্গেল’  গত বছরের ৭ জানুয়ারি রাতে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে নেন শখ ও নিলয়। বিয়ের খবর জানাজানি হয়ে গেলে ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারেড টু নিলয় আলমগীর’ লেখেন। কয়েক দিন ধরে সেই স্ট্যাটাস আবার বদলে গেছে। দেখা যাচ্ছে, শখের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এখন সিঙ্গেল। অন্যদিকে নিলয়ের সম্পর্কের জায়গায়ও নেই শখের নাম। শুধু তা-ই নয়, নিলয় তাঁর ফেসবুক আইডির ‘অ্যাবাউট’ অপশন ‘গোপন’ করে রেখেছেন। তবে এ বিষয়টি নিয়ে শখ ও নিলয় কেউ সরাসরি কিছু বলেননি। নিলয় জানান, ব্যক্তিজীবন নিয়ে তিনি কোনো কথা বলবেন না। শখ ও নিলয়ের এমন স্ট্যাটাস দেখে পরিষ্কার হয়ে গেছে যে তাঁরা এখন আর একসঙ্গে নেই। অনেক দিন ধরে এই দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। সহকর্মী শিল্পী ও পরিচালকের কেউ কেউ এমনটাও বলছিলেন, কয়েক মাস ধরে তাঁরা দুজন নাকি এক ছাদের নিচেও থাকছেন না। ভালোবেসে বিয়ে করার পর শখ আর নিলয় উত্তরায় সংসার শুরু করেছিলেন। শুরুর দিকে তাঁদ...